বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ‘আফোন সিক্সটিন’ সিরিজের স্মার্টফোন উন্মোচন করে যখন বাজার মাতানোর স্বপ্নে বিভর অ্যাপল; তখনই জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাতাকে বড় ধাক্কা দিলো চীনা প্রযুক্তি জায়ান হুয়াওয়ে। আইফোনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কোম্পানিটি। বিশ্বের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন উন্মোচন করে তাক লাগিয়ে দিয়েছে হুয়াওয়ে।
বৈশ্বিক স্মার্টফোনের বাজারে হুয়াওয়েকে টেক্কা দিয়ে আধিপত্য বিস্তারে Iphone-16 লঞ্চ হতে না হতেই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন ‘Mate XT’ প্রকাশ করে স্পটলাইট নিজেদের দিকে নিয়ে নেয়ার চেষ্টা চালায় হুয়াওয়ে। কোম্পানিটির ওয়েবসাইট অনুসারে এরইমধ্যে ৩৬ লাখেরও বেশি ফোনের ফ্রি অর্ডার এসেছে। সময়ের সঙ্গে হু হু করে বাড়ছে এই অর্ডার।
মেট এক্সটি মডেলের ফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ৪ ইঞ্চি হলেও ভাঁজ খুলে ১০ দশমিক ২ ইঞ্চির স্ক্রিনের ব্যবহার করা যায়। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায় ফোনটি।
হুয়াওয়ের তথ্যমতে, হারমনি ৪.২ অপারেটিং সিস্টেমে চলা ২৯৮ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব ৩ দশমিক ৬ মিলিমিটার। ফলে বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ফোনের তুলনায় এই ফোন বেশ পাতলা। ১৬ গিগাবাইট র্যামযুক্ত ফোনটিতে সংস্করণভেদে ২৫৬ ও ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। কিরিন ৯০১০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির দাম ধরা হয়েছে ২ হাজার ৮০০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৩৫ হাজার টাকা।
সাধারণত ফোল্ড ফোনে প্রাইমারি ও কভার ডিসপ্লে নামে দুটি পর্দা থাকে। তবে হুয়াওয়ের মেট এক্সটি মডেলের ফোনটিতে একটিই ওএলইডি পর্দা রয়েছে, যা সহজেই ভাঁজ খুলে বা বন্ধ করে ব্যবহার করা যায়। ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সুবিধা থাকায় দ্রুত চার্জ হয় ফোনটি। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হবে না। প্রাথমিকভাবে শুধু চীনের বাজারে পাওয়া যাবে ফোনটি।
ফোনটি পাওয়া যাবে কালো ও লাল রঙের। আর ফোনটির স্ক্রিনের আকার ১০ দশমিক ২ ইঞ্চি। তবে ‘মেট এক্সটি’ স্মার্টফোনটিতে এআই ফিচারগুলো থাকার বিষয়টি এখনও স্পস্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
অ্যাপলের দ্বিতীয় বড় বাজার হচ্ছে চীন। আর এই বাজারে অ্যাপলকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় হুয়াওয়ে। আর অ্যাপল ও হুয়াওয়ে প্রায় একই সময়ে বাজারে পণ্য লঞ্চ করার বিষয়টি সেদিকেই ইঙ্গিত দেয় বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।