জুমবাংলা ডেস্ক : তিনি একাধারে ক্রেতা, বিক্রেতা ও ডিলার। ক্রেতা সেজে যান ডিলারের কাছে। বিক্রেতা সেজে যান আবার ক্রেতার কাছে। আর এভাবেই নির্মাণাধীন ভবন মালিকদের কাছে রড সরবরাহের কথা বলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। আরিফুর রহমান নামে একজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, প্রতারণার নতুন একটি ধরণ সম্পর্কে জানতে পেরেছেন তারা।
রবিবার (১৯ মে) এসব তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির।
রাজধানীর কদমতলীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বাসায় সম্প্রতি অভিযান চালায় পুলিশ। বাসাটির নিচতলার এক ভাড়াটিয়ার খাটের নিচে লুকিয়ে রাখা ৮ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। আর এই টাকা উদ্ধারে পুলিশকে ঢাকা থেক নরসিংদী, সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া; পরে আবারও ঢাকা এভাবে কয়েক দিন অভিযান চালাতে হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম আরিফুর রহমান।
পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন একটি ভবনের মালিককে ১১ লাখ ২০ হাজার টাকার রড সরবরাহের কথা ছিল আরিফুর রহমানের। ওই ভবন মালিক রড প্রস্তুতকারক কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে অপেক্ষা করতে থাকেন রডের জন্য। রড আর আসে না। খবর নিয়ে জানতে পারেন আরিফুর রহমান রড বিক্রি করে পালিয়ে গেছেন।
এই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ প্রতারণার একটি নতুন ধরণ সম্পর্কে জানতে পেরেছে। গ্রেফতার আরিফুর নিজেকে বড় একজন রড বিক্রেতা পরিচয় দিয়ে নির্মাণাধীন ভবন মালিকদের টার্গেট করেন। কেউ তার কাছ থেকে রড কিনতে রাজি হলে কোম্পানির অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাতে বলেন। টাকা জমার রশিদ নিয়ে আরিফ যান কোম্পানির কাছে। একটি ডিলারের ঠিকানা দিয়ে অর্ডার করা রড পাঠাতে বলেন। পরে সেখান থেকে ওই রড নিয়ে অন্য কোথাও বিক্রি করে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির বলেন, ক্রেতা সেজে আরিফুর রহমান যান ডিলারের কাছে। বিক্রেতা সেজে যান আবার ক্রেতার কাছে। এভাবে অসংখ্য মানুষের কাছ থেকে রড সরবরাহের কথা বলে বিপুল টাকা হাতিয়ে নেয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
‘তদন্ত করে দেখেছি, তিনি এর আগেও বেশকিছু ঘটনা ঘটিয়েছেন। বিশেষ করে রড প্রতরণা তার একটি অভিনব প্রতারণার পদ্ধতি’, যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।