Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভালো বালিশের জন্য বাড়তি টাকা খরচ করে থাকেন অনেকে। তবে বিশ্বের সবচেয়ে দামি ও উন্নত বালিশে ঘুমাতে চাইলে একজনকে খরচ করতে হবে ৫৭ হাজার ডলার বা ৫৩ লাখ টাকা।
সম্প্রতি এমন বালিশ তৈরি করে আলোড়ন তুলেছেন ডাচ ডিজাইনার ভ্যান ডার হিলস্ট। তার তৈরি বিশ্বের সবচেয়ে দামি বালিশের নাম ‘টেইলরমেড পিলো’। বলা হচ্ছে, এ বালিশ যে কাউকে দিতে পারে আরামদায়ক ঘুমের নিশ্চয়তা।
দামি এই বালিশের ভেতর দেওয়া হয়েছে মিসরীয় তুলা। এর কাপড় তুত সিল্কের তৈরি। এতে ২৪ ক্যারেট সোনার আবরণ রয়েছে ও জিপারে রয়েছে ২২ ক্যারেটের একটি নীলকান্তমণি ও চারটি হীরা। সূত্র- দ্য ইকোনমিক টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।