জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় হাসান (৩২) নামে এক এএসআই নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আমির হামজা (৩৩) নামে এক এসআই।
শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মানিকগঞ্জ জেলা কোর্টে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে মানিকগঞ্জ জেলার কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও এএসআই হাসান ইজতেমা ময়দানে দায়িত্ব পালনের জন্য একটি মোটরসাইকেলে ইজতেমা ময়দানে যাচ্ছিলেন। সকাল সোয়া ৬টার দিকে তাদের গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছলে গাজীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বলাকা পরিবহণের বাস তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে তারা উভয়েই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মহাসড়কে চলাচলরত পথচারীরা তাদের উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন সকালেই এএসআই হাসানের মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।