বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আইফোন ১৬ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাপলের একটি ইভেন্ট আছে। সেই ইভেন্ট থেকেই আইফোন ১৬ প্রো-মডেলের ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
গ্যাজেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবার আইফোন ১৬-এ ছবি তোলার জন্য নতুন একটি বাটন থাকবে। যার টাচ ফেসিলিটি অন্যরকম হবে। ফোকাস ও জুম ওই বাটনের মাধ্যমেই করা যাবে। ফোটো বা ভিডিও তোলার সময় ব্যবহারকারীদের সুবিধার জন্যই এই বাটন দিচ্ছে অ্যাপল।
Vivo V30 5G নাকি Redmi Note 13 Pro+ 5G আপনার জন্য সেরা হবে, দাম প্রায় সমান
আইফোন ১৫-প্রো মডেলের মতো এই সিরিজের ডিজাইন একই থাকবে। টাইটেনিয়াম ফ্রেম থাকবে। বেজেল, কর্নারের ডিজাইনও একই থাকবে। তবে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, এবার ডিসপ্লের বদল করতে চলেছে অ্যাপল। আইফোন ১৬ প্রো মডেলের ডিসপ্লে হবে ৬.১ ইঞ্চি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।