বিনোদন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল (২৯ মার্চ) কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ নামক এই কনসার্টে পারফর্ম করবেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমান।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে নিউজ টোয়েন্টিফোর। আগামীকাল সন্ধ্যায় শুরু হবে অনুষ্ঠানটি। এই কনসার্টে পারফর্ম করার জন্য ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে এ আর রহমান।
এই কনসার্টে প্রধান আকর্ষণ ভারতের এ আর রহমান হলেও পারফর্ম করবেন বাংলাদেশের কিংবদন্তিতুল্য শিল্পীরা। ইতোমধ্যে মমতাজ ও মাইলসের সংগীত পরিবেশনার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী।
তিনি বলেছেন, ‘মমতাজ ও মাইলস ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড নামক কনসার্টে থাকছেন। তারা প্রথম স্লটে পারফর্ম করবেন। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।’
মিরপুর স্টেডিয়ামের কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এ ছাড়াও সাধারণ জনগণের জন্য টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি।
গোল্ড, প্লাটিনাম ও ব্রোঞ্জ মোট তিন ক্যাটাগরির টিকিট বিক্রি করছে বিসিবি। যেখানে টিকিটের প্রাইস সর্বনিম্ন ১ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। প্রায় ১০ থেকে ১২ হাজার দর্শক কনসার্টটি উপভোগ করতে পারবে।
টিকিট আজ ও আগামীকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাওয়া যাবে।
বাংলাদেশের যে গ্রামে চাইলেই চুক্তিতে বউসহ সব কিছুই ভাড়ায় পাওয়া যায়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।