জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। মাছটির নাম ‘ইউনিকর্ন লেদার জ্যাকেট’ বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মাছটি হাতিয়ার ওছখালি বাজারে বিক্রি করা হয়। বিরল প্রজাতির মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমান।
জানা যায়, হাতিয়ার জেলে মিলন মাঝি হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদীতে তিনি বিভিন্ন প্রজাতির মাছ পান। এরপর মাছগুলো নিয়ে চরচেঙা বাজারের মো. আজাদ উদ্দিনের মীম মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে ওছখালী বাজারের মাছ বিক্রেতা রিয়াজ উদ্দিন মাছগুলো কিনে নেন।
বুধবার বিকেলে ওছখালী বাজারে মাছগুলোর মধ্য থেকে ৮০০ গ্রাম ওজনের বিরল প্রজাতির ইউনিকর্ন লেদার জ্যাকেট মাছটি ২০০ টাকায় কিনে নেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জকি উদ্দিন। পরে মাছটি এক নজর দেখতে মানুষজন ভিড় করে।
মাছ বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, আমি অনেকগুলো মাছ চরচেঙা বাজারের মো. আজাদ উদ্দিনের মীম মৎস্য আড়ত থেকে কিনে নিয়ে এসেছি। এরমধ্যে বিরল প্রজাতির একটা মাছ পাই। মাছটি দেখতে মানুষজন ভিড় জমায়। তারা ভিন্ন ভিন্ন নাম বলে। জকি উদ্দিন নামের এক ব্যক্তি ৮০০ গ্রাম ওজনের মাছটি ২০০ টাকায় কিনে নেন।
মাছটির ক্রেতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জকি উদ্দিন বলেন, এমন মাছ এর আগে কখনো দেখিনি। দামও কম ছিল। নিজের উৎসাহ থেকে মাছটি কিনেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এটি একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। যার নাম হলো ইউনিকর্ন লেদার জ্যাকেট। মাছটির দেখা পাওয়া কঠিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।