বহু বছর পর দেখা মিলল বিরল প্রজাতির সাদা কোবরার!

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্নরকম ঘটনা প্রতিনিয়তই মানুষের সামনে উঠে আসছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনো কখনো দেখা দেয় বিভিন্ন মানুষের প্রতিভা সহ বিভিন্ন কীর্তিকলাপের ভিডিও। আবার কখনো কখনো দেখা যায় বিভিন্ন পশুপাখিদের বিভিন্নরকম কান্ডকীর্তি। আর এ সমস্ত কিছুই বেশ আনন্দে সহিত উপভোগ করেন প্রত্যেকে। তবে এগুলির মধ্যে নেট নাগরিকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হলো বিভিন্ন সাপেদের ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই বিভিন্ন সাপেদের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। বাস্তবে প্রতিটি মানুষ সাপ দেখলে দূরত্ব বজায় রেখে চলতে পছন্দ করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া সাপেদের ভিডিওগুলি যথেষ্ট মনোরঞ্জনের সহিত উপভোগ করেন প্রত্যেকে। আর যার কারণে এই ভিডিওগুলি তুমুল জনপ্রিয়তা পায় নেট মাধ্যমে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা মিলেছে একটি নতুন প্রজাতির সাপের।

বর্তমান যুগে জঙ্গল কেটে বসতি নির্মাণ করার কারণে মাঝে মাঝেই লোকালয়ে ঢুকে পরছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। আর এই জাতীয় ভিডিওগুলি প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হাড়হিম হয়ে আসে সাধারণ মানুষের। সেই সমস্ত ভিডিওগুলিতে কখনো কখনো দেখা যায় বাড়ির ভেতর ঢুকে বসে আছে বিষধর কালনাগিনী। আবার কখনো কখনো চোখে পরে যে বাস্তব পাইথনকে নিজের পোষ্য বানিয়েছে কোনো এক গৃহ মালিক।

Goga Maharaj na live darsan.white Indian snake

সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা মিলেছে একটি সাদা রঙের সাপের। এই প্রজাতির সাপ আগে গ্রামাঞ্চলে বহুবার দেখা হয়ে গেলেও বর্তমানে এ ধরনের সাপ বিলুপ্তির পথে। ভিডিওটিতে দেখা গেছে একটি বাড়ির মেঝেতে শ্বেতাঙ্গের সাপটি ফনা তুলে বসে রয়েছে। আর তাঁর সামনে রয়েছে কয়েকজন লোক। সাপটি তাঁদেরকে কোনোরকম ভয় না পেয়ে বরং চুপ করে বসে রয়েছে স্থির হয়ে। যেন সাপটি তাঁদের পোষ্য। ‘বারত হিতেশ’ (Barot Hitesh) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি দুর্লভ প্রজাতির এই সাপের ভিডিওটি আপলোড করা হয়। যার ভিউজ বর্তমানে পৌঁছে গিয়েছে ১১ লক্ষেরও বেশি। এর পাশাপাশি ভিডিওটিতে কমেন্ট করে নিজেদের মন্তব্য জানিয়েছেন বহু মানুষ।