অভিনেতার ৫ কোটির টাকার গাড়িতে ইঁদুরের বাসা

বিনোদন ডেস্ক : ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্যের পর একাধিকবার খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। এই ছবি যেন কার্তিকের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে।

কোভিড পরবর্তী সময় বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল সিনেমার তকমা পায় ‘ভুল ভুলাইয়া ২’। বলা যায়, বলিউডের বক্স অফিসের দীর্ঘ দিনের খরা কাটে কার্তিকের হাত ধরেই।

এই সিনেমার দারুণ সাফল্যে প্রযোজক ভূষণ কুমার খুশি হয়ে অভিনেতাকে একটি গাড়ি উপহার দেন। তবে মার্সিডিস বা বিএমডাব্লু নয়, দিয়েছিলেন একটি ‘স্পোর্টস’ গাড়ি।

ভারতের প্রথম ম্যাকল্যারেন জিটি ছিল এটি। প্রায় ৫ কোটি টাকা দাম। সেই গাড়িতেই কিনা এখন ইঁদুরের বাসা বেধেছে। যা নিয়ে নাজেলা অবস্থা কার্তিকের।

অভিনেতা জানান, গাড়িটি উপহার পাওয়া পর থেকেই একবার চালিয়েছিলেন। এরপর থেকে গ্যারেজেই পড়ে আছে। সে কারণেই নাকি গাড়ির ভেতরে বাসা বেঁধে ফেলেছে ইঁদুর। ছিঁড়ে ফেলেছে গাড়ির ভিতরের ম্যাট।’

কার্তিকের কথায়, এত দামি গাড়ির ম্যাট সারাতেই লক্ষাধিক টাকা বেরিয়ে গেছে আমারা।

সদ্য ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়াও চলছে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিং। তাছাড়াও বেশ কিছু ছবি রয়েছে এই নায়কের হাতে। বলা যেতে পারে, দম ফেলার ফুরসত নেই তার।