বিনোদন ডেস্ক: হলিউড থেকে আমদানি হয়েছিল পাপারাৎজ়ি সংস্কৃতির। এখন বলিউডেও রমরমা কারবার ছবি শিকারিদের। চলতে-ফিরতে তারকাদের সর্বক্ষণের সঙ্গী ক্যামেরা। জিম থেকে বিমানবন্দর, কোথাও ছাড় নেই।
রেস্তোরাঁ থেকে শপিং মল, রাস্তা খুঁজে ঠিক সেখানে পৌঁছে যান আলোকচিত্রীদের দল। বলিপাড়ায় যা কিছু কানাঘুষো, তাদের ক্যামেরায় তা ধরা পড়তে বাধ্য। এই চিত্রগ্রাহীদের ক্যামেরাতেই প্রথম একসঙ্গে ধরা পড়েছিলেন বলিউড অভিনেতা বিজয় বর্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া।
শোনা গিয়েছিল তাঁদের প্রেমের চর্চা। তারপরে অবশ্য নিজেদের সময় মতো সম্পর্কে সিলমোহরও দেন বিজয় ও তামান্না। তবে তার পর থেকে তাদের ঘিরে ছবি শিকারিদের দৌরাত্ম্য বেড়েছে বই কমেনি। খবর, এই অপ্রয়োজনীয় চর্চার কারণে তামান্নার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিজয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়কে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে বিজয় জানান, এত ক্যামেরার ভিড়ে সম্পর্ক সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাকে। বিজয়ের কথা থেকে স্পষ্ট, ব্যক্তিগত জীবনকে ক্যামেরার ফ্রেমে দেখা একেবারেই না-পছন্দ অভিনেতার।
বিজয়ের কথায়, ‘‘প্রথমত, আমার ভাবতেই অবাক লাগে যে, জুটি হিসাবে নাকি আমরা ভীষণ চর্চিত। বিষয়টা বেশ মজার, তবে আমি এতে খুব একটা অভ্যস্ত নই। আমি এত দিন নিজের মতো শহরের এ দিকে ওদিকে ঘুরে বেরিয়েছি। এখন আমরা একসঙ্গে ঘুরি। তাতেই দেখি সব জায়গাতেই ক্যামেরা পৌঁছে গিয়েছে।’’
গত বছরের শেষ দিক থেকে তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে বলিউডে। বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচা বিজয় ও তামান্নাকে একসঙ্গে দেখা গিয়েছে একাধিক জায়গায়। ‘লাস্ট স্টোরিজ় ২’ সিরিজ়ে জুটি বেঁধে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।