ইসরাইলের মরুভূমিতে যুক্তরাষ্ট্রের গোপন ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরে ইসরাইলের নেগেভ মরুভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্র নীরবে একটি গোপন ঘাঁটি সম্প্রসারণের কাজ এগিয়ে নিচ্ছে। এ গোপন ঘাঁটির কোড নেম বা ছদ্মনাম ‘সাইট ৫১২’।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

নেগেভ মরুভূমির মাউন্ট হার কেরেনে গোপন ঘাঁটিটি অবস্থিত। যুক্তরাষ্ট্র সেখানে কয়েক কোটি ডলার খরচ করেছে এবং সেখানে রাডার সুবিধাও রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

যদিও মার্কিন সরকারের নথিতে এটিকে ‘লাইভ সাপোর্ট ফেসিলিটি’ বা কর্মীদের জন্য ব্যারাক কাঠামো হিসেবে উল্লেখ করা হয়েছে।

দ্য ইন্টারসেপ্ট বলছে, এ ঘাঁটিতে প্রায় সাড়ে তিন কোটি ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি মার্কিন সরকার।

এর আগে ২০১৭ সালে ইসরাইলি বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল তজভিকা হাইমোভিচ এ ঘাঁটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে বলেছিলেন, আমরা প্রথমবারের মতো ইসরাইল রাষ্ট্রে মার্কিন ঘাঁটি স্থাপন করেছি।

তবে ওই বক্তব্যের ঠিক একদিন পরে মার্কিন সামরিক বাহিনী বিষয়টি অস্বীকার করে বলেছিল যে, এটি একটি ইসরাইলি ঘাঁটি, যেখানে মার্কিনিদের জন্য স্রেফ আবাসন সুবিধা রয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি হিসেবে দেখে, সে জন্যই এ ঘাঁটি স্থাপন করা হয়েছে।