উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড়

জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ক্রমশ শক্তি বাড়াবে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে আছড়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড়

মার্কিন নৌ ও বিমানবাহিনীর যৌথ কমান্ড জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানায়, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আছড়ে পড়তে পারে। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানায়, আবহওয়ার অব্যাহত খামখেয়ালিপনার ফল এই ঘূর্ণিঝড়। বাংলাদেশ ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে।

এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকালে নিম্নচাপ আরও গভীর হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার পৌঁছতে পারে। এ ছাড়া ভারতের উড়িষ্যা উপকূলে তুমুল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।