সুয়েব রানা : ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়, সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং সামাজিক-মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের সফল কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ রহমত আলীকে প্রবাসী সম্মাননা-২০২৫ প্রদান করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মোট ১০৩ জন সফল প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে যুক্তরাজ্যের সফল কমিউনিটি ব্যক্তিত্ব ক্যাটাগরিতে মুহাম্মদ রহমত আলী এই সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম, ব্যারিস্টার নাজির আহমদ ও ড. ওয়ালি তসর উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। পরে প্রধান অতিথি আব্দুল নাসের খান অতিথিবৃন্দের সঙ্গে নিয়ে মুহাম্মদ রহমত আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনের পাশাপাশি যুক্তরাজ্যে সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকারভিত্তিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে মুহাম্মদ রহমত আলী প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে সুপরিচিত। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (ইউকে শাখা)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি দর্পণ বুক লন্ডন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর ভাইস প্রেসিডেন্ট এবং দর্পণ টিভি ইউকে-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাজসেবামূলক ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ও সিলেট হার্ট ফাউন্ডেশন-এর ট্রাস্টি। পাশাপাশি বিশ্বনাথ ওয়ান পাউন্ড হাসপাতাল-এর প্রতিষ্ঠাতা ডোনার সদস্য এবং আর এ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্থানীয় গণমাধ্যম বিকাশে তার ভূমিকা স্মরণীয়-তিনি বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ, নির্বাচনে অংশ নিতে বাধা নেই মান্নার
সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা এবং প্রবাসী সমাজের সার্বিক কল্যাণে বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের সফল কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে মুহাম্মদ রহমত আলীকে প্রবাসী সম্মাননা-২০২৫ প্রদান করায় সংশ্লিষ্ট মহল এটিকে একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন। অনুষ্ঠানে প্রবাসী ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


