Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী একটি হাইস মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ শনিবার রাতে জানান, হানিফ ফ্লাইওভারের ওপর চলন্ত হাইস মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে রক্ষা পান। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে গাড়ির প্রায় পুরোটাই পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত নেই।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক ধরে তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



