আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের একটি উপকূলীয় মহাসড়কে আক্ষরিক অর্থে টাকার বৃষ্টি প্রত্যক্ষ করলেন স্থানীয়রা। সেই টাকা সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায়। গাড়ির ড্রাইভার থেকে পথচলতি যাত্রীরা হামলে পড়েন হাইওয়েতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই নগদ সংগ্রহের জন্য। যদিও এটা কোনও অলৌকিক ঘটনা ছিল না বা এই অর্থ আকাশ থেকে পড়েনি।
আসলে সেবু দক্ষিণ উপকূলীয় রোডে মোটরসাইকেল চালাচ্ছিলেন একজন ব্যক্তির ছেঁড়া ব্যাগ থেকে উড়ে এসেছে লক্ষ লক্ষ টাকা। ওই ব্যক্তির এলাকার একটি সম্পত্তি ব্যবসায় অর্থ প্রদান করার কথা ছিল। তিনি আনুমানিক ৩ থেকে ৪ মিলিয়ন পেসো ( ২০০,০০০ থেকে ২,৬৫,০০০ দিরহাম)- তার ব্যাকপ্যাকে ভরে নিয়ে যাচ্ছিলেন।
হাইওয়েতে ভ্রমণ করার সময়, তিনি লক্ষ্য করেননি যে তার ব্যাগের চেন খোলা ছিলো। যার জেরে পুরো টাকাই ব্যাগ থেকে উড়ে চলে যায়। পথ চলতি এক যাত্রী তাকে সতর্ক করার আগে পর্যন্ত তিনিও বিষয়টি জানতেনই না।
যদিও ততক্ষণে তিনি এক মিলিয়ন পেসো হারিয়ে ফেলেছেন। টাকা সংগ্রহের আগেই সেই নগদ কোড়ানোর হিড়িক পড়ে যায়। যার জন্য তিনি ঘটনাস্থলে পৌঁছাতেই পারেননি। পুলিশ মোট ৩ থেকে ৪ মিলিয়ন পেসোর মধ্যে প্রায় ২.০৮৩ মিলিয়ন পেসো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আমরা এখন সেই সমস্ত মানুষকে টাকা ফেরত দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা এটি সংগ্রহ করেছেন। কারণ টাকার পরিমাণ বেশ বড়। যদি তা ফেরত দেওয়া না হয়, তাহলে সেই অর্থের মালিক বড় বিপদে পড়বেন।”
সূত্র : খালিজ টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।