বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে ধর্ষণের শিকার কিশোরী

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে ধর্ষককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

শনিবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার জরিনা কলেজ মোড়ের পাশের কৃষি জমিতে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরী শনিবার বিকেলে তার বন্ধু রনির (১৮) সাথে বেউথা ব্রীজ এলাকায় ঘুরতে আসে। সেখান থেকে ফেরার পথে, রাত সাড়ে ৯ টার দিকে সুজাঘাট ব্রীজ এলাকায় মো. সাইদুর এর ছেলে সাব্বির (২০) তাদের পথ আগলে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে জরিনা কলেজ মোড়ের পাশের কৃষি জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আসামী কিশোরীকে তার বন্ধুর কাছে ফিরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদি হয়ে একটি মামলা করেছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।