জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা প্রহরীভিটা এলাকায় মুন লাইট ইন্ডাস্ট্রিজ নামের একটি লাইটার (ম্যাচ) ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টারর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এখনো পর্যন্ত কার কারখানার ভেতরে কিছু অংশে আগুন জ্বলতে দেখা গেছে।
ভেতরে কেউ আটকা পড়েছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী রিফাত হোসেন জানান, কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করে। তবে আগুন লাগার আগেই বিকেল ৫টার দিকে কারখানাটির ছুটি হয়ে যায়। তাই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে ভেতরে উদ্ধার কাজ চলছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও কারখানার ভেতর থেকে প্রায় ৭৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলেও তিনি জানান। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ম্যানেজার মো. শাওন আহত হয়েছে।
তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন।
তিনি আরো বলেন, কারখানাটিতে আগুন লাগার আগে ছুটি হওয়ায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।