যশোরে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত

ভ্যানচালক নিহত

জুমবাংলা ডেস্ক : যশোরের রূপদিয়ায় ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিছার আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ভ্যানচালক নিহত

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় নরেদ্রপুর রোডে রেললাইনের পাশে। নিহত নিছার আলী নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই ট্রাক সিলেটের রূপদিয়া নরেন্দ্রপুর রোডের রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নিছার আলী ঘটনাস্থলে মারা যান। উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করলেও গাড়ির মালিক প্রভাবশালী হওয়ায় কেউ কোনো প্রতিবাদ করতে পারেননি।

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু ৫ জুন

এ সময় গাড়ির ড্রাইভার মাসুম গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের আইসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।