আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আন্তর্জাতিক ডেস্ক : আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ক্ষয়ক্ষতি এড়াতে ভারতের গুজরাট, গোয়া, কর্ণাটক ও লাক্ষাদ্বীপে জারি হয়েছে সতর্কতা।

ভারতের আবহাওয়া দপ্তর- আইএমডি জানিয়েছে, শেষ ছয় ঘন্টায় ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে বিপর্যয়। আজ ভোর পর্যন্ত মুম্বাই থেকে ছয়শ’ ৪০ ও গোয়া থেকে ছয়শ’ ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিলো ঘূর্ণিঝড়টি। এসময় ঘূর্ণিঝড় কেন্দ্রে এর গতিবেগ ছিলো ঘন্টায় একশ’ ৩৫ থেকে ৪০ কিলোমিটার। রবিবার রাত বা সোমবার ভোরে ‘বিপর্যয়’ উপকূলে আঘাত হানতে পারে বলে শঙ্কা আবহাওয়াবিদদের।

আঘাতস্থল নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছিলো আইএমডি। এরইমধ্যে প্রবল বাতাসের কারণে গুজরাটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র তিথাল বিচ ১৪ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যটি ছাড়াও কেরালা, কর্ণাটক ও লাক্ষ্যাদ্বীপের জেলেদের মাছ ধরায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। কেরালার উপকূলীয় আট জেলায় দেখানো হয়েছে হলুদ সতর্কতা। সতর্কবস্থায় আছে ডিজাস্টার রেসপন্স ফোর্স- এসডিআরএফের কয়েকশ’ সদস্য।