লাইফস্টাইল ডেস্ক : ঘটক বিদায় নিয়েছে অনেক দিন। অনলাইনে মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেওয়াই এখন ইন-থিং। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের সুবাদে তো বটেই, পাত্র-পাত্রী বেছে নেওয়ার জন্য এখন রয়েছে হরেক রকমের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ। কিন্তু সেই অ্যাপের মাধ্যমে জীবনসঙ্গী বাছাই করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ছেন না তো। এমন যেন না-হয় যে পাত্র-পাত্রী খুঁজে নিতে গিয়ে আপনিই সর্বস্ব খুইয়ে ফেলেন বা ব্ল্যাকমেলিংয়ের শিকার হোন। জেনে রাখুন কী করবেন, কী করবেন না—
* ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে নিজের প্রোফাইল রেজিস্ট্রেশনের আগে জেনে নিন, সেটি সিকিওরড কি না। অর্থাৎ সেটি https:// দিয়ে শুরু হচ্ছে কি না
* সংশ্লিষ্ট ওয়েবসাইটটির রিভিউ সেকশনে গিয়ে দেখুন অন্যান্য ইউজ়াররা ওই সাইট সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন
* প্রোফাইল খোলার সময়ে নিজের ছবি, কনট্যাক্ট ডিটেলস দিলেও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা এই ধরনের কোনও ডিটেলস জানতে চাওয়া হয় তাহলে সতর্ক থাকবেন
* অনেক সময়ে ভুয়ো ম্যাট্রিমোনিয়াল সাইট খুলে তার মাধ্যমে আপনার গ্যাজেটে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার চেষ্টাও হতে পারে। তাই আপনার গ্যাজেটে অবশ্যই লাইসেন্সড অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার ইনস্টল করবেন
* কোনওভাবেই ব্যক্তিগত মুহূর্তের কোনও ছবি বা ভিডিয়ো আপনার প্রোফাইল থেকে শেয়ার করবেন না ম্যাট্রিমোনিয়াল সাইটে
* সম্ভাব্য কোনও পাত্র বা পাত্রীর সঙ্গে ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে পরিচয় হওয়ার পরে তার সঙ্গে যোগাযোগ করলেও না বুঝেশুনে যাবতীয় ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
* সামনাসামনি ওই পাত্র বা পাত্রীর সঙ্গে একা দেখা করতে হলে সেটা কোনও জনবহুল জায়গায় করবেন। একদম ফাঁকা বা অপরিচিত জায়গায় নয়
* শুধু ওয়েবসাইটের ভরসায় সংশ্লিষ্ট পাত্র বা পাত্রীর দেওয়া তথ্যের উপর ভরসা না-করে তার সম্পর্কে আরও তথ্য জোগাড় করুন
* কোনও প্রবাসী পাত্র বা পাত্রীকে পছন্দ হলে এবং তিনি কোনও কারণ দেখিয়ে আপনার কাছে টাকাপয়সা বা এরকম কিছু চাইলে বিস্তারিত খোঁজখবর না-নিয়ে দেবেন না
* পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না-হয়ে একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিয়ো শেয়ার করবেন না। কে বলতে পারে আগামী দিনে সেই ছবি বা ভিডিয়ো ব্যবহার করে আপনাকেই ব্ল্যাকমেল করা হবে না?
* পাত্র বা পাত্রীর সঙ্গে যোগাযোগের আগে পরিবারের সদস্যদের জানিয়ে রাখুন। যাতে কোনওভাবে আগামী দিনে ভুল করে আপনি প্রতারণার ফাঁদে পড়লেও তাঁরা সাহায্য করতে পারেন
* অতীতে এরকমও হয়েছে যে হবু পাত্র বা পাত্রীর পরিচয়ের পরে বিয়ে চূড়ান্ত হয়ে গেলেও বড় অঙ্কের টাকা বা উপহার নিয়ে গা-ঢাকা দিয়েছেন পাত্র বা পাত্রীর বেশে থাকা প্রতারক। তাই কথাবার্তা চূড়ান্ত করার সময় সতর্ক থাকবেন
* সাইবার অপরাধের শিকার হলে cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনার অভিযোগ নথিভুক্ত করুন। সাইবার বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং পুলিশকে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।