প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বেরিয়ে সিইসি গণমাধ্যমকে জানান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন। সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি’ জানিয়ে এ সাক্ষাতের প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা সৌজন্য সাক্ষাৎ বা কার্টেসি কল ছিল।’
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।’
এছাড়া নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন সিইসি। সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
এর আগে, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



