অন্যরকম খবর ডেস্ক : আত্মীয়ের সঙ্গে জেলে দেখা করতে যেতেন। কিন্তু সেই জেলে যেতে যেতেই এক কারাবন্দির প্রেমে হাবুডুবু খেতে থাকেন ব্রিজেট ওয়াল নামে ওই যুবতী। তার সেই ভালোবাসাই এবার পরিণতি পেতে চলেছে। ইতোমধ্যেই সারা হয়েছে বাগদান পর্ব।
আর পাঁচটা স্বাভাবিক প্রেম কাহিনীর মতো নয় তাদের প্রেমের গল্পটা। কারণ, ব্রিজেট ভালো করেই জানেন যে, তার প্রেমিক তথা স্বামীকে সারা জীবন জেলেই কাটাতে হবে। ব্রিজেটের প্রেমিক টমি ওয়াল্ডেন আসলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
এই অভিনব প্রেম কাহিনীর সূচনা পর্বটা কেমন ছিল? এই প্রসঙ্গে ব্রিজেট জানান, তার আগেও একবার বিয়ে হয়েছিল। কিন্তু সেই বিয়ের অভিজ্ঞতা তেমন ভালো ছিল না। ১৬ বছর বয়সেই দেখেশুনে বিয়ে হয়েছিল ব্রিজেটের। কিন্তু বিয়ের পর থেকে তাকে নানা অশান্তি সহ্য করতে হয়েছিল। শ্বশুরবাড়ির লাঞ্ছনা-গঞ্জনা মেনে নিতে পারেননি ব্রিজেট। ফলে ভেঙে যায় বিয়ে। মন খারাপ থাকত তার। এর পরেই কাকতালীয়ভাবে কারাগারে তার আলাপ হয় টমির সঙ্গে।
জেলে আলাপ হলেও টমি আগে থেকেই চিনতেন নিজের প্রেয়সীকে। ব্রিজেট জানান, জেলে যাওয়ার আগে তাকে টিকটকে ফলো করতেন টমি। এমনকী ফলো ব্যাক করার জন্য মেসেজও পাঠাতেন। কিন্তু দুর্ভাগ্যবশত টমিকে জেলে যেতে হয়। ফলে বহুদিন টমির কোনো মেসেজ পাওয়া যায়নি। এদিকে ব্রিজেটের এক আত্মীয়রও জেল হয়। তার সঙ্গে দেখা করতে গিয়েই টমির সঙ্গে দেখা হয় তার।
কথোপকথনে বেরিয়ে আসে ব্রিজেটকে আগে থেকেই চিনতেন টমি। এমনকী, ব্রিজেটকে পছন্দ এবং ভালবাসার কথাও জানান তিনি। দু’জনের মধ্যে এবার কথাবার্তা শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে প্রেম। এর পর টমির প্রেমে হাবুডুবু খেতে থাকেন ব্রিজেট।
সামনাসামনি প্রথম আলাপের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ব্রিজেট বলেন, ‘প্রথম দেখার সময় আমি খুব ভয়ে ছিলাম। হাত-পা কাঁপছিল। কিন্তু টমি সামনে আসতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। প্রথম দেখাতেই আমায় জড়িয়ে ধরেছিলেন টমি। ওই দিন অনেক কথা হয়েছিল আমাদের মধ্যে। তাদের গভীর প্রেম দেখে মাসে তিন বার করে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।
এই প্রেম-বিয়ে নিয়ে ব্রিজেটের পরিবার-আত্মীয় পরিজন বেশ অসন্তুষ্টই ছিল। সকলেই কড়া নিন্দা করেন তার বিরুদ্ধে। যদিও সেই সবে কান দিতে নারাজ ব্রিজেট। তিনি এখন টমির প্রেমে পাগল। প্রেমিককে বিয়ে করার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।