বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। তা ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আপনি যদি কোনও সরকারি বা বেসরকারি কাজ করতে যান, তবে তার জন্য আধার কার্ড প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড।
এর মানে হল আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম পাওয়া পর্যন্ত আমাদের আধার কার্ড দরকার। এমন পরিস্থিতিতে আধার কার্ডের মাধ্যমে জালিয়াতির ঘটনা বেড়েছে। তাই কোথাও আধার সম্পর্কিত তথ্য দেওয়ার আগে আপনার খুব সতর্ক হওয়া উচিত।
আপনার আধার কার্ড কোথায় ব্যবহার করা হচ্ছে তা আপনাকে অবশ্যই জানতে হবে। কেউ যদি আপনার আধার কার্ডের অপব্যবহার করে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তাই UIDAI আধার ব্যবহারকারীদের আধার ইতিহাস চেক করার সুবিধা প্রদান করে।
এতে যেকোনো ব্যক্তি অনলাইনে তার আধার ইতিহাস চেক করতে পারবেন। যদি কিছু ভুল হয়ে যায়, তিনি সাথে সাথে তা ধরতে পারবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। কি করে চেক করবেন আধার ইতিহাস? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর পরে আপনি My Aadhar অপশনটি নির্বাচন করুন। এখন Aadhaar Service এর অপশনে Aadhaar Authentication History অপশনে ক্লিক করুন।
এর পরে একটি নতুন উইন্ডো খুলবে, এখানে আপনাকে ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে। এবার OTP অপশনে ক্লিক করার পর OTP লিখুন। এর পরে আধার কার্ডের ইতিহাস ডাউনলোড করুন। তাতে আপনি কিছু অসঙ্গতি খুঁজে পেলে UIDAI এর টোল ফ্রি নম্বর ১৯৪৭ এ যোগাযোগ করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।