দেশী স্টাইলে শাড়ি পরে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও

ড্যান্স

বিনোদন ডেস্ক : আজকালকার যুগে বিনোদনের শিরদাঁড়া হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়।

ড্যান্স

কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

খ্যাতি পাওয়ার জন্য এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে।

তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সোশাল মিডিয়াতে সবাই সবার ট্যালেন্ট অনুসারে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন।

Aaj Phagune Agun Lage - Dance Cover By BIDIPTA SHARMA | Folk Dance | Falgun Basanta Utsav Dance 🌼💚🏵️

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি নাচের ভিডিও। এই ড্যান্স কভার দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি। এই ভিডিওতে এক যুবতী সবুজে ঘেরা গ্রামের মাঝে অসম্ভব সুন্দর কায়দায় নাচ করেছেন। এই যুবতী অবশ্য ইউটিউবের নতুন মুখ নয়। প্রায় এই যুবতী মিষ্টি কায়দায় নাচ করে ড্যান্স কভার ভিডিও বানিয়ে থাকেন।

প্রতি মুহূর্তে রোমান্সের দৃশ্য, সাহসী দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ

এবারের ভাইরাল ভিডিওতে বিদিপ্তা শর্মা নামক ওই যুবতী মাঠের মাঝে গ্রামের রাস্তায় ‘আজ ফাগুনে আগুন লাগে‘ গানের তালে তুমুল নাচ করেছেন। সে একদম গ্রামের মেয়েদের কায়দায় শাড়ি পরেছিলেন। তাঁকে দেখতে যে ব্যাপক সুন্দরী লাগছিল, তা বলার অপেক্ষা রাখে না। গানের তালে তাঁর মিষ্টি এক্সপ্রেশন মন জয় করে নেবে আপনার। এই ভিডিওটি ৬ লাখের বেশি মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছেন।