‘গজনি’ সিনেমা মুক্তির আগে যে অস্বস্তিতে পড়েন আমির খান

আমির খান

বিনোদন ডেস্ক : সেই আশির দশক থেকে বলিপাড়ায় খানেদের রাজত্ব। তাঁদের মধ্যে অন্যতম নাম আমির খান। অনেকে আবার তাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেও ডাকেন। কিন্তু তারকা হওয়ার যেমন সুবিধাও আছে, তেমনই রয়েছে বেশ কিছু সমস্যা।
আমির খান
এই যেমন সকলের সামনে কিছু বলতে হলে অনেক বার ভেবে তারপর মুখ খুলতে হয়। আবার এমন কিছু রটে যায়, যা হয়তো তিনি নিজেও জানেন না, আবার কখনও সামলাতে গিয়ে নাজেহাল হয়ে পড়েন।

এই যেমন আমির। তাঁর অভিনয় মুগ্ধ সবাই। কিন্তু ‘গজনি’ ছবির প্রচারের সময় পড়েছিলেন মহাসমস্যায়। অভিনেত্রী জিয়া খান নাকি নায়কের সৎবোন। ইন্ডাস্ট্রিতে রটেছিল এমনই সব কথা। শোনা যায়, জিয়ার মা রবিয়া আমিনের সঙ্গে এক কালে সম্পর্কে ছিলেন আমিরের বাবা তাহির হুসেন। মুম্বইয়ের এক সংবাদ সংস্থার তরফে বলা হয় জিয়া খান নায়কের সৎবোন।

আমিরের ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ও করেছিলেন জিয়া। পরে অক্ষয়ের সঙ্গে ‘হাউসফুল’ ছবি অভিনয় করেন অভিনেত্রী।

ঘরভর্তি লোকের সামনে সুস্মিতাকে অপমান করেছিলেন মহেশ ভাট