আমির খানের নায়িকা হয়ে বক্স অফিসে ঝড় তুলেও যে আক্ষেপ সোনালির

আমির খানের নায়িকা

বিনোদন ডেস্ক:’৯০ দশকে বক্স অফিসে ঝড় তুলেছিল বলিউড ছবি ‘সরফরোশ’। আমির খান-সোনালি বেন্দ্রের জুটি সাড়া ফেলেছিল ভারতজুড়ে।

জন ম্যাথিউ ম্যাথান প্রযোজিত ও পরিচালিত ছবিটি সব দিক থেকেই সফল হয়েছিল। তবু আক্ষেপ রয়ে গেছে নায়িকার। ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর সঙ্গে এতদিন কাজ করেও কিছুই যে শিখতে পারলেন না সোনালি!

পরে একাধিক ছবিতে অভিনয় করলেও ‘সরফরোশ’-এ সীমা চরিত্রে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন, পরবর্তী সময় আর তেমনটা পারেননি বলে নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী। অন্যদিকে প্রেমিক অজয় সিং রাঠোরের চরিত্রে মাতিয়ে দিয়েছিলেন আমির খান।
আমির খানের নায়িকা
এক সাক্ষাৎকারে সেই স্বর্ণযুগের কথা টেনে আনলেন সোনালি। বললেন, ‘আমার অনুশোচনা হয়। কেন আমিরকে দেখে শিখিনি!’

তার মতে, যখন ‘সরফরোশ’-এ কাজ করেছেন খুব উপভোগ করেছেন। কিন্তু বিপরীতে সহঅভিনেতা আমির কী কী করছেন, সেসব খেয়াল করেননি।

সোনালির আক্ষেপ, শুটিংয়ের সময় আমির যা যা করছিলেন, যেভাবে গুছিয়ে কাজ করছিলেন, নায়িকা হয়ে তিনিও সেগুলো অনুসরণ করলে আজ হয়তো অনেক ভালো কাজ করতে পারতেন।

আগামী দিনে ওটিটি মঞ্চে পা রাখতে চলেছেন অভিনেত্রী। জি ফাইভের হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ব্রোকেন নিউজ’-এ দেখা যাবে তাকে।

খোলামেলা পোশাক নিয়ে মুখ খুললেন সাই পল্লবী