বিনোদন ডেস্ক : সাইক্লোন মিগজাউমের প্রভাবে ভারি বৃষ্টি, ঝড় আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা। দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ায় চেন্নাইয়ে অসুস্থ মায়ের কাছে অবস্থান করছিলেন বলিউড স্টার আমির খান।
এর পর সেখানেই বন্যার কবলে আটকা পড়েন এই অভিনেতা। মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, মিগজাউমের প্রভাবে সৃষ্ট ঝড় ও ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে অন্ধ্রপ্রদেশের অন্তত ২৫ গ্রাম। বন্যার কবলে আটকে পড়েছিলেন আমির। সঙ্গে ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশালও। সেই পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করতে ডাকা হয় একদল উদ্ধারকর্মীকে। অবশেষে নৌকায় করে উদ্ধার করা হয় তাকে। নৌকায় আমিরের সঙ্গে ছিলেন বিশালও।
তিনিই আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ, যারা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন। ইতোমধ্যে অভিনেতাকে উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
উল্লেখ্য, সাইক্লোন মিগজাউমের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এরই মধ্যে ১৫ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। এখনো উত্তাল পরিস্থিতি বিরাজ করছে সাগরে। নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় বেশ কিছু এলাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।