এত কিছুর পরও ওরা একসাথে!

বিনোদন ডেস্ক: করণ জোহরের জন্মদিনে ক্যাটরিনা থেকে রণবীর, কারিনা থেকে কাজল— সবাইকে দেখা গেছে।। তবে চমক দিলেন আমির খান।

করিনা কাপুর খান ঢুকলেন স্বামী সইফ আলি খানের হাত ধরে। আর আমির কার সঙ্গে দেখা দিলেন ভাবুন? প্রাক্তন স্ত্রী কিরণ রাও!

গত বছর হঠাৎ একটি ভিডিওতে যৌথভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির খান-কিরন রাও। তাদের করা সেই ভিডিও দেখেও মন্তব্যের অন্ত ছিল না। সকলের মনে হয়েছিল, বন্ধুত্ব রক্ষার কথা তারা বললেও আসলে বিষয়টি লোক দেখানো। বিচ্ছেদের পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা সম্ভব হবে না।

সেসব ধারণায় ইতি টেনে করনের পঞ্চাশতম জন্মদিনে আমির-কিরন দেখা দিলেন যুগল বেঁধে। না, তারা আবারও প্রেম করছেন বা নতুন করে বিয়ে করতে চলেছেন, এমন কোনও দাবিই নেই। বরং ‘দাঙ্গল’-এর অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেম নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। তার মধ্যেই কিরন এবং আমির একসঙ্গে দেখা দেওয়ায় বেশ আলোড়ন তৈরি হয়।

অনুরাগীরাও আবার আমির এবং কিরনকে একসঙ্গে দেখে বেশ খুশি। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে আসায় কিরনের মনোভাবের প্রশংসা করেছেন অনেকেই। বহুজনেরই মত, বেশ প্রাপ্তমনস্ক পদক্ষেপ দেখা গেল দুই তারকার এই ভঙ্গিতে।

গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় অভিনেত্রী