বিনোদন ডেস্ক : প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। তাই গৌরীকে বিয়ে করতে চলেছেন এ সুপারস্টার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে কথা বলেন আমির। জানান, তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আমির খানের ভাষায়, গৌরী ও আমি দু’জনই আমাদের সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা একে অন্যের সঙ্গী এবং পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, মন থেকে আমি গৌরীর সঙ্গে বিবাহিত। আমরা একসঙ্গেই আছি। তাই বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছি।
এরইমধ্যে গৌরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন আমির খান। ভক্তমহলে জল্পনা চলছে, বিয়ের তারিখ চূড়ান্ত করতেই অভিনেতার এ পদক্ষেপ।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে নিজের জন্মদিনে বন্ধু, আত্মীয়-স্বজন ও ভক্তদের কাছে প্রেমিকা গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। এরপর থেকেই তৃতীয় বিয়ের গুঞ্জন চলছে এ সুপারস্টারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।