আম্রপালির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, ভিডিও দেখে হুঁশ উড়ল ভক্তদের

আম্রপালি

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।

আম্রপালি

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললে যার কথা অবশ্যই উঠে আসে, তিনি হলেন নিরাহুয়া। আসল নাম দীনেশ লাল যাদব। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন।

এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে। অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় আম্রপালি দুবে। নিরাহুয়া এবং আম্রপালি জুটির প্রত্যেকটি গান সুপারহিট হয় ইউটিউব দুনিয়াতে। আজকের এই প্রতিবেদনে এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো।

2023 का सबसे हिट गाना - Dinesh Lal Yadav "Nirahua" - Aamrapali Kach Kach Khali - Bhojpuri Songs

সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ভোজপুরি মিউজিক ভিডিও, ‘কাচ কাচ খালি’। এই গানে তারকা জুটির রোমান্টিক ডান্স মন জয় করেছে সকলের। আম্রপালির আবেদনময়ী রূপ নজর কেড়ে নিয়েছে সকলের। ভিডিও দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে ফ্যানদের।

রাতের ঘুম উড়িয়ে দেবে এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ

এই ভিডিওটি ওয়েভ মিউজিক ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। এটি অনেক মানুষ দেখেছেন ও ১২২ মিলিয়ন মানুষ ভিডিওটি লাইক দিয়েছেন। আপনি এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে, এখানেই দেখে নিন।