বিনোদন ডেস্ক: প্রায় ৯ বছর পর মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত ছবি ‘দিন দ্য ডে’। ঈদে মুক্তি জন্য ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি। সম্প্রতি মুক্তি উপলক্ষে হল ট্রেলার প্রদর্শনের আয়োজন করেন অনন্ত।
এই আয়োজনে তিনি বলেন, ‘সিনেমা করা আমার ব্যবসা না শখ। এই শখ থেকেই এসেই মাধ্যমটাকে ভালোবেসে ছবি নির্মাণ করি। বাংলাদেশের প্রথম ডিজিটাল ফর্মেটে সিনেমা নির্মাণের প্রথম উদ্যেক্তা হলাম আমি। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পাচ্ছে আমার দিন দ্য ডে। ছবিটি হলিউডের টম ক্রুজের ছবির চেয়ে কোনো অংশে কম না। টম ক্রুজের ছবিতে যেমন সাউন্ড পাওয়া যায় দিন দ্য ডে ছবিতেও তেমন সাউন্ড ও ক্যামেরার কাজ পাওয়া যাবে। বাংলাদেশের শিল্পী হিসেবে ভাগ্যবান মনে করি যে এতো বড় আয়োজনের ছবি করতে পেরেছি। বাকিটা ঈদে মুক্তির সময় পুরো ছবি দেখতে দর্শক বুঝবে।’
সিনেমাটির বাজেটে সম্পর্কে বলতে গিয়ে অনন্ত জানিয়েছেন, ছবিটির বাজেট প্রায় ১০০ কোটি টাকা (১০ মিলিয়ন ডলার)। তিনি বলেন, ইরান এই বাজেট নির্ধারণ করার পর আমি প্রস্তাব দেই বাংলাদেশে শুটিংয়ে খরচ হবে সেটা আমি দিতে পারবো। যেহেতু আমাদের হল কম তাই বেশি বিনিয়োগ করতে পারবো না। ইরানের ৪০ দিন শুটিংয়ের পরিকল্পনা থাকলে ৫৭ দিন শুটিং করতে হয়েছে। সেখানে বাজটে বেড়েছে।
আয়োজনে বাংলাদেশে সিনমা নির্মাণ কমে যাওয়ার কারণও খোলাসা করেছেন। তার ভাষ্য, বাংলাদেশে ছবি নির্মাণ কমে গেছে। আগে শতাধিক সিনেমা নির্মাণ হলেও এখন ৫০টিও হয় না। ছবি নির্মাণ কমে যাওয়ার কারণ হচ্ছে এফডিসিতে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটির। এই জন্য জন্য কেউ ছবি বানাতে আসতে চান না।
আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল আরও বলেন, মানুষ যে কাজটা করে ভালোবেসে করে। একইভাবে ভালোবেসে ছবি বানাতে আসে। কিন্তু এসে যদি দেখে ঝগড়া লেগে আছে তাহলে কেন ছবি বানাবে? এফডিসিতে গেলে একজন আরেকজনের পিছনে লেগে থাকে, দোষারোপ করে; এসবের কারণে কেউ ঝামেলায় জড়াতে চায় না বলে ছবিতে বিনিয়োগ করতে চায় না।
অনন্ত জলিল বলেন, চলচ্চিত্র সর্বোচ্চ গণমাধ্যম। এখানে কেন অন্যরা বিনিয়োগ করবে না! অবশ্যই করবে। কিন্তু বিনিয়োগ করতে গিয়ে ঝামেলায় পড়ুক এটা কেউ চায় না। এফডিসিতে ঝগড়াঝাঁটি বন্ধ করা গেলে অনেক প্রযোজক নতুন করে ছবি বানাতে আগ্রহী হবে।
বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোমহর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
বিয়ে কিংবা স্বেছায়, নিজের ধর্ম বদল করেছেন এই ৫ জনপ্রিয় অভিনেত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।