আন্তর্জাতিক ডেস্ক : আবাদি জমিতে কৃষকের একসাথে অনেকগুলো হাঁসের ডিম খুঁজে পাওয়ার এক ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে। ভিডিওটি মুহূর্তেই তুমুল ভাইরাল হয়ে যায়।
নেটিজেনরা বলছেন, একসাথে এত ডিম পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এরকম ঘটনা আগে কখনও দেখেনি তারা। এত ডিম একসাথে দেখে তারা নিজেদের ভাগ্যবান মনে করছেন।
সাধারণতঃ স্যোশাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাইরাল হয়ে যায়। এখনকার যুগে ভিন্নরকম ঘটনা সেটি ভালো কিংবা খারাপ হোক সোস্যাল মিডিয়াতে সহজেই ভাইরাল হয়ে যায়। সেটা নাচ, গান, মাছধরা, সাপধরা কিংবা অশ্লীল ভিডিও হতে পারে।
এই স্যোশাল মিডিয়ার বদলৌতে আমরা অনেক ভালো এবং আশ্চর্যজনক ঘটনার ভিডিও দেখতে পাই। তেমনি এক আশ্চর্যজনক ঘটনার ভিডিও হলো আবাদি জমিতে কৃষকের একসাথে অনেক হাসের ডিম পাওয়ার ভিডিও। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পড়ে যায়। তবে ভিডিওটি কোথাকার তা উল্লেখ করা হয়নি।
দেখুন সেই ভিডিওটি :
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel