এবার চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই টলিউডের এক বিতর্কিত নাম। যার ব্যক্তিগত জীবন নিয়ে একটা বই লেখা যায়। টলিউডের প্রখ্যাত এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বিতর্কে ভরা। পরপর তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী। তবে তার কোনও বিয়ের মেয়াদ বেশি দিন টেঁকেনি। তিনবার ডিভোর্স হয়ে গিয়েছে তার। তৃতীয় বিয়ে ভাঙার পর আরও তিন প্রেমিক পুরুষ নাকি এসেছেন তার জীবনে।

শ্রাবন্তী

তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা এখনও আদালতে চলছে। এর মাঝে কখনও ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী, কখনও নিজের জিম ট্রেনারের সঙ্গে তার প্রেম নিয়ে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। তবে এই দুই প্রেমিক পুরুষ এখন শ্রাবন্তীর জীবনে অতীত হয়ে গিয়েছেন। তার জীবনে নাকি এক নতুন পরিচালকের আগমন হয়েছে।

শোনা যাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক পরিচালকের সঙ্গে নাকি ইদানিং প্রায়ই দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। একসঙ্গে নিয়মিত কফি শপে এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজনকে যেতে দেখা যাচ্ছে। দুজনে একসঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিচ্ছেন। তাদের নিয়ে এখন টলিউডে জোর চর্চা চলছে।

এও শোনা যাচ্ছে যে এই পরিচালকের পরবর্তী ছবিতে নাকি শ্রাবন্তী নায়িকা হতে চলেছেন। যে কারণে জল্পনা আরো বাড়ছে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে এবারেও চুপ রয়েছেন শ্রাবন্তী। অন্যদিকে ওই পরিচালকের ঘনিষ্ঠ মহল অবশ্য টিভি নাইন বাংলার কাছে দাবি করেছে বিষয়টি নেহাত একটি জল্পনা মাত্র। তবে টলিউডের অন্দরে কিন্তু অন্য আলোচনা চলছে।

শ্রাবন্তীর সঙ্গে পরিচালকের মেলামেশা কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও নিন্দুকদের দাবি সৌজন্য সাক্ষাতের আড়ালে নতুন প্রেমের আস্বাদ নিচ্ছেন অভিনেত্রী। এদিকে শ্রাবন্তী এবং রোশনের বিবাহ বিচ্ছেদের মামলাতে নতুন একটি মোড় এসেছে। শ্রাবন্তী মাসে ৭ লক্ষ টাকা চেয়ে যে খোরপোশের মামলা জারি করেছিলেন আদালত তাতে স্টে অর্ডার দিয়েছে।

ঘুম দিবসে কর্মীদের ঘুমাতে ‘সারপ্রাইজ ছুটি’

অন্যদিকে শ্রাবন্তীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় পারজারি মামলার দায়ের করেছেন রোশন। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ করেছেন তিনি। রোশন টিভি৯ বাংলাতে জানিয়েছেন পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোশের মামলা জারি থাকবে।