এবার আবির-ঋতাভরীর সিনেমায় চমক হাসানের গান

ঋতাভরীর সিনেমা

বিনোদন ডেস্ক : আগামীকাল শুক্রবার কলকাতায় মুক্তি পেতে চলেছে ‘ফাটাফাটি’ -র নতুন গান ‘স্বপ্ন বোনার সময় এখন’। চমক হাসানের কণ্ঠে শোনা যাবে এই স্বপ্ন বোনার গান। নিজের লেখা এই গানে, চমক নিজেই সুর সাজিয়েছেন।

ঋতাভরীর সিনেমা

আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে গানের টিজার। টিজারে দেখা গেছে, চমকের গানের সঙ্গে ঋতাভরী মনোযোগ সহকারে সেলাই করছেন। এই সেলাইয়ের মাধ্য়মেই ঋতাভরীর জীবনের ছোট ছোট স্বপ্ন গুলোকে চমকের নতুন গান ফুটিয়ে তোলা হয়েছে।

গত বছর মুক্তি পেয়েছিল অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ‘বাবা, বেবি, ও’। এই ছবিতে ‘এই মায়াবী চাঁদের রাতে.. রেখে হাত তোমার হাতে..’ এই গানটি গেয়েছিলেন বাংলাদেশের সংগীতশিল্পী চমক হাসান। এই গানের সুর এবং কথায় শ্রোতারা মুগ্ধ হয়েছিল। এরপর থেকেই চমকের নতুন গানের অপেক্ষায় ছিল ভক্তরা।

বডিশেমিং-এর মতো সামাজিক ব্যাধিকে কেন্দ্র করে কলকাতায় নির্মিত হয়েছে ‘ফাটাফাটি’, ‘ফাটাফাটি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্য়ায় এবং ঋতাভরী চক্রবর্তী।

ঘরোয়া উপায়ে ব্রণমুক্ত ত্বক পেতে যা করবেন

শুধু এই সিনেমা দর্শকদের বিনোদন জোগাবেনা, বিনোদনের পাশাপাশি এই ছবি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মানুষকে সচেতনও করবে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত এই ছবিতে জিনিয়া সেনের লেখা চিত্রনাট্যে সংলাপ সাজিয়েছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।