এবার আধ্যাত্মিক চরিত্রে খায়রুল বাসার

খায়রুল বাসার

বিনোদন ডেস্ক : হালের দর্শকপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। অভিনয়ে হাতেখড়ি তার ছাত্রজীবন থেকে হলেও মূলত ওটিটির মাধ্যমেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান খায়রুল। ভক্তদের অনেকেই তাকে পানির সঙ্গে তুলনা করেন, বলেন খায়রুল বাসারকে যে পাত্রে রাখা হয় তিনি সেই পাত্রের আকার ধারণ করেন।

খায়রুল বাসার

এবারও তার ব্যতিক্রম হয়নি। ভিন্ন এক চরিত্র নিয়ে হাজির হয়েছেন খায়রুল বাসার। অন্তত তার ফার্স্ট লুক এটাই বলে। ‘ফুলবউ’ নামক একটি কন্টেন্টে টোল আদায়কারী যুবক নূরের চরিত্রে দেখা যাবে খায়রুলকে। একটা চরে কিছু পেশাজীবী মানুষের ক্ষমতা আর অসহায়ত্বের গল্পের মধ্য দিয়ে নূর খায়রুল বাসার আর ফুলবউ সামিরা খান মাহির প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ফুলবউ ফিকশন।

খায়রুল বাসারের সঙ্গে ‘ফুলবউ’তে কাজ করেছেন সামিরা খান মাহি ছাড়াও শতাব্দী ওয়াদুদ। সহশিল্পীদের নিয়ে খায়রুল বাসার সময় সংবাদকে জানান, ‘মাহির সঙ্গে প্রথম কাজ হলেও আমাদের বোঝাপড়াটা বেশ ছিল। আর শতাব্দী ভাই দারুণ মানুষ। আমি তার সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়। মূলত উনি সেটে থাকলে ক্লান্তি আসার কোনো সুযোগ নেই।’

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের তিন গৃহবধূর

‘ফুলবউ’র কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটি ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে।