স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের বাকি অংশে খেলতে মাশরাফী বিন মোর্ত্তজা আর দলে ফিরবেন না বলে নিশ্চিত করেছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ।
জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালনের জন্য গত ৩১ জানুয়ারি বিপিএল থেকে বিরতি নিয়েছিলেন ম্যাশ। এবার জানা গেল, এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তার।
এর আগে বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স জানায়, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন, সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন বিপিএলে চারবার শিরোপাজয়ী এই অধিনায়ক। মাশরাফীর প্রতি নিজেদের কৃতজ্ঞতাও জানায় সিলেট।
সিলেটের হেড কোচ রাজিন সালেহের ভাষ্য, না, ওর আসলে চান্স খুবই কম। সত্যি কথা বলতে অফিস নিয়ে ও (মাশরাফী) ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না, হয়তো পরবর্তী বছর সে ভালোভাবে কামব্যাক করবে।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলের শুরুতে পাঁচ ম্যাচ খেলেছেন মাশরাফী। সে পাঁচ ম্যাচের সবগুলোতেই হারে তার দল।
কিন্তু ম্যাশের নিজের ফর্ম ও ফিটনেস ভালো ছিল না। ম্যাচগুলোতে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে।
মাশরাফীর অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
চলতি বিপিএলে ৯ ম্যাচে ৩ জয় এবং ৬ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকায় সিলেটের প্লে-অফে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। প্লে-অফে খেলার সুযোগ বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচে জিততেই হবে তাদের।
প্লে-অফ নিয়ে রাজিনের মন্তব্য, প্লে-অফ খেলার আশা ছাড়িনি। বাকি তিন ম্যাচে আমরা জয়ের জন্য খেলবো। আমাদের প্রথম লক্ষ্য প্লে-অফে খেলা।
তিনি যোগ করেন, আমরা বিপিএলের শুরু দিকে চাপে ছিলাম এবং বেশ কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের কাজকে কঠিন করে দিয়েছে। কিন্তু এটি টি-টোয়েন্টি ক্রিকেট এবং যেকোনো কিছু হতে পারে। আমাদের এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।