এবার বাস্তবেই চাঁদে থাকার সুযোগ হচ্ছে মানবজাতির

চাঁদে থাকার সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাঁদ ছোঁয়ার ইচ্ছাপূরণ হতে পারে মানুষের। সে তিনি বামন হোন বা অন্য কেউ। চাঁদ এবার ধরা দিতে চলেছে। চাঁদে থাকার ইচ্ছাও পূরণ হতে পারে। পকেটে টাকার দরকার আছে। কারণ অবশ্যই ব্যয়বহুল।

চাঁদে থাকার সুযোগ

তবে চাঁদ ছুঁতে চাওয়ার ইচ্ছা আর অপূর্ণ নাও থাকতে পারে। কারণ এবার মর্তেই নেমে আসছে চাঁদ। সেখানে মানুষ চাইলে থাকতেও পারবেন। ছুঁয়ে দেখতেও পারবেন। আবার চোখের দেখা দেখতেও পারবেন। তাও আবার ধরা ছোঁয়ার মধ্যে।

এমনই এক পূর্ণিমার গোল চাঁদ এবার উঠতে চলেছে দুবাইয়ে। মরুশহর দুবাইয়ের প্রাচুর্যের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুবাইয়ের অন্যতম আকর্ষণ এখানকার স্থাপত্য।

এখানেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা। যা দেখতেও বহু পর্যটক ভিড় জমান দুবাইতে। এবার সেই বুর্জ খলিফায় একদিন কাটানোর মতই আর এক আকর্ষণ জন্ম নিচ্ছে দুবাই শহরে।

কানাডার একটি সংস্থা এবার দুবাইতে একটি আস্ত চাঁদ তৈরি করতে চলেছে। ঠিক করে বললে চাঁদের মত দেখতে একটি হোটেল তৈরি করতে চলেছে তারা। দেখতে হবে হুবহু পূর্ণিমার চাঁদের মত।

মহাকাশের চাঁদকে শক্তিশালী দূরবীনের সাহায্যে কাছে টেনে দেখলে যেমন তার ক্রেটারগুলি নজর কাড়ে। যাকে চাঁদের গায়ের কালো দাগ বা কলঙ্ক বলে ব্যাখ্যা করা হয়, সেগুলিও স্পষ্ট নজর কাড়বে।

বাইক নিয়ে কেরামতির ফল হাতেনাতে পেলেন যুবক

৩ বছর লাগবে এটি গড়ে তুলতে। ৭৩৫ ফুটের এই মুন দুবাই-তে মানুষ থাকতে পারবেন। বুর্জ খলিফায় থাকাটা যেমন মানুষের কাছে কেবল একটা হোটেলে থাকার চেয়েও বেশি কিছু পাওয়া। ঠিক তেমনই দুবাই শহরের দ্বিতীয় আকর্ষণে পরিণত হতে চলেছে এই দুবাইয়ের চাঁদ।