এবার ভূত হয়ে সবাইকে ভয় দেখাবেন ক্যাটরিনা

ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ভূতের চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন ক্যাটরিনা কাইফ। হরর কমেডি ছবিটির নাম ‌‘ফোন ভূত’। এই ছবিতে তার সঙ্গে আছেন ঈশান খাত্তার ও সিদ্ধান্ত চতুর্বেদী। গতকাল ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটিতে আত্মারাম চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।

ক্যাটরিনা

চলতি বছরের শুরুতে বলিউডে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরাণার ‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তাই ‘ফোন ভূত’ ছবিটি নিয়েও নির্মাতারা আশাবাদী।

Phone Bhoot Trailer |Katrina Kaif |Ishaan |Siddhant Chaturvedi| JackieShroff |Gurmmeet Singh

গুরমীত সিং পরিচালিত ‘ফোন ভূত’ ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। ছবিটি প্রযোজনা করেছে রিতেশ সিদ্বানী ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট। ছবির কাহিনী লিখেছেন রবি শঙ্করান ও জসবিন্দর সিং বাথ।

বন্ধুর সাথে চুলোচুলি করলেন ইমন চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও