বিনোদন ডেস্ক : কাঁচাবাদাম ট্রেন্ড এখন পুরনো সেই দিনের কথা। মাচাতেও আজকাল ডাক নেই তেমন। কী করছেন সোশাল মিডিয়া ট্রেন্ড ভুবন বাদ্যকর। ‘বাদাম-বাদাম দাদা বাদাম বাদাম…’ রিমিক্স হোক বা অরিজিনাল সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল ভুবন বাদ্যকরের যাদুতে। রিলস থেকে ইনস্টা শুধুই কাঁচাবাদাম।
যদিও সেই কাঁচাবাদাম ট্রেন্ড এখন পুরনো সেই দিনের কথা। পুজো মরশুম শেষে মাচার শোয়ের ডাকও তলানিতে। রাজনৈতিক প্রচারেও তেমন দেখা মেলে না তবুও খবরে ভেসে ভাইরাল বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।
বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভাইরাল বাদাম বিক্রেতা হলেন ভুবন বাদ্যকর। তিনি গ্রামে গ্রামে বাদাম বিক্রির সময় কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন। শুধু ভাইরাল নয়, রীতিমতো সেলিব্রেটি হয়ে উঠেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ার দৌলতে যে সকল ব্যক্তিরা ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে উঠেছেন তাদের মধ্যে বহু জনকেই দেখা গিয়েছে হারিয়ে যেতে। তবে তা ভুবন বাদ্যকরের ক্ষেত্রে ব্যতিক্রম। কারণ, তিনি যেদিন থেকে ভাইরাল হয়েছেন সেদিন থেকেই সমানভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের আধিপত্য বজায় রেখেছেন। সম্প্রতি দিন কয়েক ধরে তাকে গান গাইতে অথবা নতুন গান নিয়ে হাজির হতে দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছিলেন তিনি হয়তো হারিয়ে গিয়েছেন। কিন্তু আবারও নয়া চমক নিয়ে হাজির হতে চলেছেন ভুবন।
শিল্পীর সঙ্গে যোগাযোগ করতেই জানা গেল, নতুন কাজে ব্যস্ত আমাদের সোশ্যাল মিডিয়ার এই সেলেব্রিটি। ভুবন বাদ্যকর জানালেন, তাঁর নতুন নেশা ও পেশা এখন অভিনয়। সোশ্যাল মিডিয়ার এই স্টার জানালেন যাত্রার মঞ্চই এখন তাঁর জীবন । সেটাই এখন রুজি-রুটি । বাদাম ফেরি ছেড়ে তিনি এখন কলকাতার যাত্রা দলের নিয়মিত সদস্য।
ভুবন এখন বেশিরভাগ সময়টাই থাকেন কলকাতায়। এই সময় ডিজিটালকে তিনি বলেন, “এখন শ্রী দূর্গা অপেরায় অভিনয় করি। আর সেই টাকা থেকেই আমার সংসার চলে। যাত্রানুষ্ঠানে অভিনয়ের কারণে দীর্ঘদিন কলকাতায় ছিলাম এখন আবার বাড়ি ফিরেছি । কিন্তু এই মাসেই আবারও কলকাতার উদ্দেশ্যে রওনা দেব।” যাত্রার ব্যস্ততার খাতিরে আজকাল নতুন গান লেখা হচ্ছে না বলেও আফসোস করেন তিনি।
পুজোর আগে বহুবার বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রচারে দেখা গিয়েছে ভুবনকে। এমনকী তৃণমূলের মুখপত্র জাগো বাংলা-এর অনুষ্ঠানেও অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল কাঁচাবাদাম শিল্পীকে। রাজনৈতিক কোনও দলের সঙ্গে যুক্ত হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে ভুবন বাদ্যকর জানিয়েছেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হতেই চান না। তিনি বলেন, ” না আমি আর কোনও রাজনৈতিক প্রচারে যাব না। সেটা সবাইকে জানিয়ে দিয়েছি।” যদিও এই সিদ্ধান্তের পিছনে কারণ কী তিনি স্পষ্ট করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।