বিনোদন ডেস্ক : একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ১৪ জানুয়ারি দুবাই গিয়েছিলেন শাকিব খান। সেখান থেকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। দুই সপ্তাহ দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থান করে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পা রেখেছেন জনপ্রিয় এই ঢাকাই ছবির নায়ক।
এর আগে নয়মাস যুক্তরাষ্ট্রে অবস্থা শেষে ঢাকা ফিরেছিলেন শাকিব খান। সে সময় ঢাকা বিমানবন্দরে তাঁকে বরণ করতে ভক্তরা ভিড় জমিয়েছিলেন। যদিও সেই ভিড় আয়োজন করা হয়েছিল কি না দেশের চলচ্চিত্রপাড়ায় এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে এবারে ফিরলেন একেবারে নিরবে।
বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেইজে চলন্ত গাড়ির ভেতর থেকে একটি ভিডিও বানিয়ে পোস্ট করে লিখেছেন, ‘বাড়ি ফিরছি।’ শাকিবের ঢাকায় ফেরার বিষয়টি তার কাছে বেশ কয়েকজন নিশ্চিত করেছেন।
এর আগে ২০২১ সালে নভেম্বরে শাকিব খান যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। দেশে ফিরেছেন নয়মাস পর। তাই এবারও শাকিব যুক্তরাষ্ট্রে যাওয়ায় তার ভক্তরা সন্দিহান ছিলেন, কবে ফিরবেন প্রিয় তারকা! তবে সেসব শঙ্কা ধুয়ে শাকিব ফিরলেন। তবে একেবারে নিরবে, কেউ জানেওনি শাকিব যুক্তরাষ্ট্র থেকে আসছেন।
শাকিব খান অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘আগুন’ এবং ‘অন্তরাত্মা’ তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে লিডার ও আগুন ছবি আসন্ন ঈদে মুক্তি পাবে এটা নিশ্চিত হওয়া গেছে। নতুন ছবি হিসেবে আগামীতে তিনি শুরু করবেন নিজের প্রযোজিত ছবি ‘মায়া’ ও ‘শের খান’ নামে দুটি ছবি। গত রোজার ঈদ থেকে শাকিব খানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।