রুক্মিণী নন, ব্যোমকেশ দেবের সত্যবতী হচ্ছেন এই অভিনেত্রী

অভিনেত্রী

বিনোদন ডেস্ক : টলিপাড়ায় আমদানি হতে চলেছে নতুন ব্যোমকেশের। গতে বাঁধা অভিনয়, সিনেমার বাইরে বেরোনোর পর এবারে একটা বড় ঝুঁকি নিতে চলেছেন দেব। হ্যাঁ, অভিনেতা প্রযোজককেই দেখা যাবে ব্যোমকেশের ভূমিকায়। এবার খোঁজ মিলল সত্যান্বেষীর সত্যবতীরও। আর সেই চরিত্রে নাকি দেখা যাবে মৌনি রায়কে।

অভিনেত্রী

কোচবিহারের বাঙালি মেয়ে মৌনি। কিন্তু বরাবর হিন্দি ছবিতেই অভিনয় করেছেন তিনি। মাঝে অবশ্য শোনা গিয়েছিল অঙ্কুশ হাজরার আসন্ন ছবিতে একটি আইটেম ডান্সে দেখা যাবে তাঁর। তবে খবর সত্যি হলে দেবের হাত ধরেই প্রথম বাংলা ছবিতে পা রাখবেন মৌনি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি নির্মাতাদের সঙ্গে কথা হয়েছে তাঁর। পারিশ্রমিক নিয়ে আলোচনা করেছেন তাঁরা। মৌনির তরফে সবুজ সংকেত এলেই শুরু হবে ছবির কাজ।

উল্লেখ্য, অভিনয় জীবনের ১৭ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ঘোষনা করেছিলেন দেব। লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তি উপলক্ষে অভিনেতা হিসাবে আমার আগামী ছবির কথা ঘোষনা করছি, ব্যোমকেশ দূর্গ রহস্য।’ সঙ্গে তিনি আরো লিখেছিলেন, ছবির প্রযোজনার দায়িত্বে থাকছে দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং শ্যাডো ফিল্মস। ছবির বাকি কাস্ট, পরিচালকের নাম সব পরে জানানো হবে।

পরে জানা যায়, ব্যোমকেশের ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। ছবিতে ব্যোমকেশ রূপী দেবের অজিত হিসাবে দেখা যেতে পারে অম্বরীশ ভট্টাচার্যকে। কিন্তু দেবের ব্যোমকেশ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে টলিপাড়ায়। কটাক্ষ করেছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও।

প্রকাশ্যেই অক্ষরার সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং

প্রসঙ্গত, দেব আপাতত ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। বাঘা যতীন ছবির শুটিং থেকে বিরতি নিয়ে ঘুরতে গিয়েছেন তিনি। অন্যদিকে মৌনিকে দেখা যাচ্ছিল ডান্স বাংলা ডান্স শোয়ের বিচারক হিসেবে। তবে বেশ কিছুদিন ধরে তাঁরও দেখা মেলে না।