বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের জনপ্রিয় সফট ড্রিঙ্ক প্রস্তুতকারী কোম্পানি কোকাকোলা এবার স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, মার্কিন কোম্পানিটি চলতি বছরের মার্চের মধ্যে তাদের প্রথম ফোন বাজারে নিয়ে আসবে।
অনলাইনে কোকাকোলার স্মার্টফোনের একটি ছবি ফাঁস হয়েছে। সেখানে ফোনের পেছনে কোকাকোলার ব্র্যান্ডিং দেখা গেছে। বলা হচ্ছে, কোনো একটি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ফোন তৈরি করেছে মার্কিন সফট ড্রিঙ্ক প্রস্তুতকারী কোম্পানি।
টিপস্টার মুকুল শর্মা বলেন, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে এই ফোন বাজারে আসবে। যদিও কোন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ফোন উন্মোচিত হতে যাচ্ছে তা জানা যায়নি।
প্রকাশিত ডিজাইনের সঙ্গে রিয়েলমি ১০ ফোরজি ফোনের সাদৃশ্য রয়েছে। এই কারণে মনে করা হচ্ছে, রিয়েলমির সঙ্গে হাত মিলিয়ে ডিভাইসটি বাজারে আনছে কোকাকোলা।
ছবিতে ফোনের পেছনে কোকাকোলার ব্র্যান্ডিং ছাড়াও ডুয়াল ক্যামেরা সেট আপ লক্ষ্য করা গেছে। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম বাটন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।