এবার ঢাকায় আসছেন সালমানের মেজ ভাই

সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’। এই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও সেবা রয়েছে। বিশ্বজুড়ে নানা দেশে রয়েছে শাখা। গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় চালু হয়েছে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র প্রথম আউটলেট। যেটা উদ্বোধনে হাজির হয়েছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান।

সালমান খান

সাত মাস পর আবারও ঢাকায় আসছেন খান পরিবারের সদস্য। এবার ঢাকাগামী ফ্লাইটে চড়বেন আরবাজ খান। তিনি সালমানের মেজ ভাই। উদ্দেশ্য একই- ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র নতুন আরেকটি শাখার উদ্বোধন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

তাতে বলা হয়েছে, বাংলাদেশে নতুন আরও দুটি আউটলেট চালু করছে এই প্রতিষ্ঠান। এর একটি ধানমন্ডির ১৬ নম্বর রোডে (পুরনো ২৭ নম্বর), অন্যটি চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডে। প্রধান অতিথি হিসেবে দুটি শাখার ফিতা কাটবেন আরবাজ খান। এছাড়া সালমানের ভগ্নিপুত্র অয়ন অগ্নিহত্রীও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

আগামী ৭ এপ্রিল ধানমন্ডি শাখা চালু করা হবে। এর দুদিন পর চট্টগ্রামে। ফলে এই সফরে বাংলাদেশে বেশ কয়েক দিন থাকবেন আরবাজ খান ও তার সফরসঙ্গীরা।

জানা গেছে, উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে তার অটোগ্রাফসহ ক্যাপ উপহার দেয়া হবে।

নেট দুনিয়ায় সেরা ৫টি ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

উল্লেখ্য, সালমান খানের ভাই পরিচয়ের বাইরে আরবাজ খানও একজন বলিউড তারকা। অভিনেতা হিসেবে ‘দাবাং’, ‘রেডি’, ‘কিস কিসকো পেয়ার কারু’, ‘ফ্রিকি আলি’, ‘লাভযাত্রি’, ‘দাবাং থ্রি’, ‘ঢোল’, ‘মালামাল উইকলি’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন। এছাড়া ব্যবসাসফল ‘দাবাং ২’ ছবিটি পরিচালনা করেছেন তিনি।