এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে আমির খানকে

আমির খান

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্র শিল্প সাম্প্রতিক সময়ে বেশ সাড়া ফেলেছে। ভক্তরাও বলিউড অভিনেতাদের সঙ্গে দক্ষিণী তারকাদের অভিনয় পছন্দ করছেন। ক্যামিও হোক বা প্রধান চরিত্র বলিউড অভিনেতারাও এখন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

আমির খান

এবার গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড সুপারস্টার আমির খানও নাকি দক্ষিণী সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন। সম্প্রতি মালয়ালম সুপারস্টার মোহনলালের সঙ্গে আমির খানের একটি ছবি এই গুঞ্জন তৈরি করেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, আমির ও মোহনলালের একসঙ্গে পোজ দেওয়া একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভক্তদের ধারণা এই ২ সুপারস্টার কোনো প্রকল্পে হয়তো একসঙ্গে কাজ করবেন।

খুব সম্প্রতি অজয় দেবগন এবং আলিয়া ভাটকে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাতে দেখা গেছে। সিনেমাটিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভক্তরা আরও একটি বড় কাজের জন্য অপেক্ষা করছেন। তা হলো সালমান খানের সঙ্গে চিরঞ্জীবীর আসন্ন সিনেমা ‘গডফাদার’। এটি মোহনলালের হিট সিনেমা ‘লুসিফার’ এর রিমেক।

ছেলেকে নিয়ে দরগায় গিয়ে কটাক্ষের শিকার রাজ ও শুভশ্রী

নাগ অশ্বিনের পরবর্তী সিনেমায় প্রভাসের সঙ্গে কাজ করবেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। ওম রাউতের আদিপুরুষে কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রভাস। অন্যদিকে যশ অভিনীত কেজিএফ-২ সিনেমাতে সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডনকে দেখা যাবে।