জুমবাংলা ডেস্ক : দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণ দেখিয়ে ব্যবসায়ীরা মুরগির দাম বাড়ালেও তাপমাত্রা কমার পর কমেনি দাম। উল্টো ডিমের দাম বাড়ানো হয়েছে।
টানা তাপপ্রবাহের সময় অনেক খামারে হিট স্ট্রোকে মারা যায় মুরগি। যার প্রভাব পড়ে মাংস ও ডিম উৎপাদনে। তাপমাত্রা কমলেও বাজার স্বাভাবিক হয়নি এখনও।
রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামেই। প্রতি কেজিতে ২১০ থেকে ২২০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। আর সোনালি মুরগির কেজি ৩৮০ টাকা।
মাংসের পর বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহে ফার্মের মুরগির ডিমের ডজন ১২০ টাকায় বিক্রি হলেও এখন কিনতে হচ্ছে ১৪০ টাকায়। পাড়া-মহল্লার দোকানে নেওয়া হচ্ছে ১৪৫ টাকাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।