বিনোদন ডেস্ক : ঈদ নাটকে অপরিহার্য বলা যায় মোশাররফ করিমকে। দুই দশক ধরে নিজেকে ঈদ নাটকের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থাপন করছেন ভার্সেটাইল এ অভিনেতা। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। তার নাটকের জন্য শুধু বাংলাদেশের দর্শক নয়, কলকাতার দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করে। গত বছর থেকে যুক্ত হয়েছে ওটিটি প্লাটফর্ম। ফলে এবারের ঈদে শুধু টিভি পর্দায় নয়, মোশাররফ করিমের সরব উপস্থিতি রয়েছে ওটিটি প্লাটফর্মেও। এ বছরও নানা রূপে হাজির হচ্ছেন তিনি।
গত বছর ওটিটি প্লাটফর্মে আলোচিত ওয়েব সিরিজের মধ্যে অন্যতম ছিল ‘মহানগর’। আশফাক নিপুণের ওই ওয়েব সিরিজে অভিনয় করে ঢাকা ও কলকাতায় আলোড়ন সৃষ্টি করেন মোশাররফ করিম। এবারের ঈদেও তিনি হাজির হচ্ছেন হইচইয়ের একটি ওয়েব ফিকশনে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে হইচইয়ের সিরিজটির ট্রেলার। এর নাম ‘দৌড়’। মোশাররফ করিম জানালেন, এ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে তার বিপরীতে অভিনয় করেছেন বাস্তব জীবনে তার স্ত্রী রোবেনা রেজা জুঁইও।
জানালেন, ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। এ ব্যবসায়ীর প্রায় বিস্মৃত একটি অন্ধকার অতীত রয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত এক গল্পে হাজির হচ্ছেন মোশাররফ করিম। এটি পরিচালনা করেছেন রায়হান খান। ২ মে থেকে সিরিজটি হইচইয়ে দেখা যাবে। এদিকে ওটিটি প্লাটফর্ম বিঞ্জের একটি ওয়েব ফিকশনে মোশাররফ করিম হাজির হবেন আইজ্যাক নিউটনের আদলে। এই ওয়েব সিরিজটির নাম ‘আইজ্যাক লিটন’। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিরিজটির পোস্টার। সেখানে মোশাররফের অবয়বে ফুটে উঠেছে স্যার আইজ্যাক নিউটনের ছায়া।
করছেন আপেল নিয়ে গবেষণা। এতে মোশাররফ করিমের সঙ্গে আছেন অর্চিতা স্পর্শিয়া। সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। মোশাররফ করিম বলেন, ‘এবারের ঈদের বেশির ভাগ কাজই ব্যতিক্রম ধরনের। হইচইয়ের দৌড় সিরিজে আমি এক রকম তো বিঞ্জের আইজ্যাক লিটনে আরেক রকম। আবার যমজ নাটকে আরেক রকম। চেষ্টা করেছি দর্শকদের বৈচিত্র্য উপহার দিতে। এজন্য আমি আমার পরিচালকদের প্রতি কৃতজ্ঞ।
এদিকে ইমরাউল রাফাতের ‘বস’ নাটকে মোশাররফ করিম হাজির হয়েছেন আশরাফ হোসেন নামে এক একঘেয়ে, রাশভারী বস হিসেবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী মৌ। নাটকটি রচনা ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি প্রচারিত হবে ঈদে। কয়েক বছর ঈদে মোশাররফ করিমের আইকনিক চরিত্র ছিল সিকান্দার বক্স। এখন চলছে ‘যমজ’। বৃদ্ধ বাবা ও তার যমজ দুই ছেলে। এ তিনজন নিয়েই একটি পরিবার। যমজ দুই ছেলের একজন অতিচালাক আর একজন অতিসাধারণ ও সহজ-সরল। নাটকটিতে বাবা ও যমজ দুই ছেলের ভূমিকায় মোশাররফ করিম একাই অভিনয় করেন।
মোশাররফ করিমের যমজ চরিত্র হওয়াতেই নাটকটি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। তাই খণ্ড নাটক হলেও দর্শক আগ্রহে একে একে নাটকটির ১৪টি সিকুয়েল প্রচার হয়েছে। এবার আসছে ১৫তম সিকুয়েল। ‘যমজ ১৫’ নাটকটি রচনা করেছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। পরিচালনা করছেন আজাদ কালাম। এবার নাটকটিতে তার সঙ্গে যুক্ত হয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঈদুল ফিতরে আরটিভিতে প্রচার হবে এটি। এরপর ইউটিউবেও মুক্তি পাবে এটি। বরাবরের মতো এ নাটকেও তাকে দেখা যাবে কদু, এক্কা ও নেক্কা তিনটি চরিত্রে। ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’-এ কাজ করেছেন মোশাররফ।
এতে তার বিপরীতে দীর্ঘদিন পর দেখা যাবে সারিকাকে। গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটি এনটিভিতে ঈদের সাতদিন প্রচারের কথা রয়েছে। নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার পরিচালিত ‘দুধভাত’ নাটকে মোশাররফ করিম হাজির হবেন একজন স্থানীয় নেতার চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দুধভাত ঈদের নাটক, তাই হাসি-মজার পাশাপাশি এতে সামাজিক বাস্তবতার বিষয়টিও নিখুঁতভাবে তুলে ধরেছেন নির্মাতা। দারুণ একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এতে আমি স্থানীয় নেতা সামসুল ইসলাম চরিত্রে অভিনয় করেছি। আমার বিশ্বাস নাটকটি ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে।’
এরই মধ্যে ধামরাইয়ে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘ছোটবেলায় খেলতে গিয়ে যে ছেলেটি বাড়তি হতো, তাকে বলা হতো দুধভাত। সে দুই পক্ষেই খেলতে পারত। এই দুই পক্ষে খেলতে পারার মধ্য দিয়ে আসলে নীতিভ্রষ্টতা তৈরি হয়। পরবর্তী জীবনে তার আদর্শ বলে কিছু থাকে না।
এ বিষয়টিই ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছি। মামুনুর রশীদ, মোশাররফ করিম থেকে শুরু করে সবাই গল্পটির ভীষণ প্রশংসা করেছেন।’ মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, হিমি হাফিজ, আফরোজা, সূচনা সিকদার প্রমুখ। নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।
প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আর বহুমাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরছেন মোশাররফ করিম। এ ক্যারিয়ার নিয়ে তিনি কতটুকু তৃপ্ত? জবাবে মোশাররফ করিম বলেন, ‘যত কাজ করেছি সব কাজ করেই যে আমি তৃপ্ত হয়েছি তা বলব না। কিছু কাজ তৃপ্তি দিয়েছে, কিছু দেয়নি। যেহেতু জোর করে সৃষ্টিশীল কাজ হয় না। ফলে চেষ্টা করি শান্তিতে কাজ করতে। ভালো কাজের ক্ষুধা সবসময় আছে। ভবিষ্যতেও ভালো কাজের পেছনেই ছুটব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।