বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশেষ সুবিধা নিয়ে নতুন স্মার্টফোন এনেছে নকিয়া। ফাইভ-জি প্রযুক্তি সম্পন্ন নতুন এই ফোনের মডেল নকিয়া জি৪২। নকিয়া দাবি করেছে, তাদের এই ফোনটি রিপেয়ারেবল, যা বাজারে এই প্রথম। ঘরে বসেই এই ফোনের ব্যবহারকারীরা অনেক সমস্যা ঠিক করে নিতে পারবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই ফোনে আই ফিক্স ইট নামে একটি অ্যাপ্লিকেশন আছে। এর মাধ্যমে গাইড লাইন দেখে ব্যবহারকারীরা খুব সহজেই ক্র্যাক স্ক্রিন, বেন্ট চার্জিং পোর্ট, ডিগ্রেডেড ব্যাটারি রিপ্লেসসহ আরও অনেক সমস্যার সমাধান করতে পারবেন।
জি৪২ ফোনে রয়েছে এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল। প্রসেসর হিসেবে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস ৫-জি। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১৩। ৪ জিবি র্যাম -১২৮ জিবি রম, ৬ জিবি র্যাম -১২৮ জিবি রম, এই দুই কনফিগারেশনে পাওয়া যাবে নতুন এই ফোন। ৫০ মেগাপিক্সেলে ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৮এমপি ফ্রন্ট ফেসিং সেন্সর।
৫০০০ এমএএইচ ব্যাটারির এই ফোন একটানা তিনদিন ব্যাকআপ দিতে পারবে। ফোনটি ৮০০ বার ফোন চার্জিং হওয়ার পরও ৮০ শতাংশ চার্জ ধরে রাখতে সক্ষম, এমনটাই বলছে নকিয়া।
উল্লেখ্য, ৮০০ বার ফোন চার্জিংয়ের সাইকেল পূর্ণ হতে চার বছরের মতো সময় লাগে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।