বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবার হিন্দি সিরিজে নাম লেখালেন। তিন দশক আগে বলিউডের আমির খানের সঙ্গে কাজ করলেও বলিউডে আর পাড়ি দেওয়া হয়নি শ্রীলেখার। অবশেষে হিন্দি সিরিজে অভিনয় করে নতুন এক অধ্যায়ের শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী। সিরিজটির নাম ‘কালা’।
নব্বইয়ের দশকে আমির খানের সঙ্গে পাণীয়ের বিজ্ঞাপন করে ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছিলেন শ্রীলেখা মিত্র। পরনে পাটভাঙা লাল পাড় সাদা শাড়ি, আর বঙ্গললনার দুষ্টু-মিষ্টি ঝাঁজ! শ্রীলেখার স্নিগ্ধরূপের প্রেমে পড়েছিলেন অনেকেই। তবে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর সঙ্গে তিন দশক আগে কাজ করলেও বলিউডে আর পাড়ি দেওয়া হয়নি শ্রীলেখার। তবে এবার হিন্দি সিরিজের ঝলক প্রকাশ্যে নিয়ে এসে চমক দিলেন অভিনেত্রী।
শ্রীলেখা জানালেন, “আমির খানের সঙ্গে কাজ করার পরের মাসেই বিয়ে করেছিলাম। সেই সময়ে বলিউড থেকে প্রচুর কাজে প্রস্তাব এসেছিল আমার কাছে। কিন্তু আমি তো কাজটা ভালোবেসে করতাম। তাই সংসার সামলানোর পাশাপাশি যে কাজগুলো পছন্দ হত, সেগুলোই করতাম।
তার জন্য অবশ্য আমার কোনও আক্ষেপ নেই। বিজয় নাম্বিয়ার পরিচালিত ‘শয়তান’ দেখে মুগ্ধ হয়েছিলাম। সময়ের থেকে এগিয়ে থাকা কন্টেন্ট আমায় ভাবিয়েছিল। আমার কাছে ওটা বলিউডের অন্যতম কাল্ট সিনেমা। ‘কালা’ সিরিজে সবুজ সংকেত দিয়েছিলাম নাম্বিয়ারের জন্যই।
খুব যে একটা বড় রোল তেমনটা নয়, তবে হ্যাঁ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। অডিশন দিয়েই কিন্তু এই চরিত্রটা পেয়েছি আমি।”
জানা গেছে আসন্ন সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করা অবিনাশ তিওয়ারির মায়ের চরিত্রে থাকছেন শ্রীলেখা। অজিঙ্কা দেওয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেত্রীকে। রসিকতা করেই শ্রীলেখা জবাব দিলেন, “ওর গার্লফ্রেন্ড হওয়ার বয়স আমার। প্রথমবার বলিউডে কাজের অভিজ্ঞতাও দারুণ। ওখানে পুরো একটা গ্রুপ তৈরি হয়ে গেছে আমার।”
বন্ধুর স্বামীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী
ভবিষ্যতে মুম্বইয়ে কাজের পরিকল্পনাও করেছেন শ্রীলেখা। কারণ দ্বাদশ শ্রেণীর পরই কলকাতায় পড়াশোনার পাট চুকিয়ে বাইরে চলে যাবে তার মেয়ে। তাই নতুন করে বলিউডে ইনিংস শুরু করতে চাইছেন অভিনেত্রী। তবে পাকাপাকিভাবে মুম্বইয়ে থাকতে নারাজ অভিনেত্রী। কারণ বাড়িতে তার অনেক পোষ্য রয়েছে। তবে ভাল চিত্রনাট্য, উপযুক্ত পারিশ্রমিক পেলে পরবর্তীতে আবারও বলিউডে কাজ করতে চান শ্রীলেখা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।