বিনোদন ডেস্ক : প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আলিশা ইসলামের। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন তিনি। নবাগত এই চিত্রনায়িকা এবার নাম লিখালেন আইটেম কন্যা হিসেবে। নির্মাতা রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’র আইটেম গানে নাচলেন তিনি। গানের শিরোনাম ‘পিরিতের বাজার’।
মিস ইউনিভার্স-এ প্রথম রানারআপ হওয়া আলিশ ইসলাম বলেন, ‘সেকাল-একালের বিভিন্ন রূপে গানটিতে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আমিও খুব রোমাঞ্চিত। কেননা এবারই প্রথম আইটেম গান করলাম। আশা করছি, ভালো একটা সাড়া পাব। আর ধামাকা কিছু একটা হবে।’
জানা গেছে, ‘পিরিতের বাজার’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা শাকিলা সাকি। কথা, সুর-সংগীত করেছেন নাদিম ভূঁইয়া। আর আইটেম গানে প্রধান ও পার্শ্ব চরিত্র মিলিয়ে সবমোট ৫০ জন শিল্পী অংশ নিয়েছেন।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘এই গানে “ময়ূরাক্ষী” ছবির একটা থিম বোঝাতে চেয়েছি; যেখানে পিরিতের বাজার আগের মতো নাই! মানে আগে প্রেমের যে ধরন ছিল, সেটা বদলে গেছে। স্কুল কিংবা বাসার গলিতে দাঁড়িয়ে প্রেমিকার জন্য অধীরভাবে এখন আর অপেক্ষা করতে হয় না। হাবভাব বদলে গেছে। এরকম কিছু বিষয়কে মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। আশা করি, দারুণ কিছু একটা হবে।’
‘ময়ূরাক্ষী’ সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। যেখানে উঠে আসবে সম্পর্কের টানাপোড়েনের গল্প। এতে চিত্রনায়িকা ববি হকের সঙ্গে জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকে। প্রযোজনায় আছে আজ ইন্টারন্যাশনাল লিমিটেড। আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।