বিনোদন ডেস্ক : বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কথা বলেন চিত্রনায়ক ওমর সানি। এবার একটি গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে বাজারদর নিয়ে স্ট্যাটাস ও সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে কথা বলেছেন এক সময়ের জনপ্রিয় এই তারকা।
বাজার নিয়ে স্ট্যাটাস দিয়ে বিতর্কিত হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওমর সানি বলেন, ‘বিতর্কিত নয়, আলোচনা হয়েছে। আমি ১৮ কোটি মানুষের কথা বলেছি। আমি তোমার কথা বলেছি, পেছনে যারা আছেন তাদের কথা বলেছি, ডানে যারা আছেন তাদের কথা বলেছি। বাঁয়ে যারা আছেন তাদের কথাও বলেছি।’
সেলিব্রিটি ক্রিকেট লিগে আপনি ও আপনার পরিবার নেই কেন –এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘কয়জন আছে? আমি নেই, এতেই আমি খুশি। ১০ বা পাঁচ দিন আগ পর্যন্ত ভাবতাম থাকলে ভালো হতো। এখন ভাবছি- আল্লাহ বাঁচাইছে।’
খোলামেলা পোশাকে সুইমিং পুলে ঝাঁপ দিলেন শ্বেতা, মুহূর্তে ভাইরাল
আপনি কিছু দিন পরপর আলোচনায় আসেন সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সমাজের কথা বলতে চাই। আলোচিত হওয়ার জন্য নয়। বাংলাদেশে আমাকে পরিচিত করার জন্য কি কোনো পৈতা লাগবে? সারাদেশে মানুষ আমাকে ৩১ বছর যাবত দেখে। আমাকে সবাই চেনে, সবাই জানে। আর ভাইরাল শব্দের সঙ্গে আমরা জড়িত না। আমরা এগুলো পার করে এসেছি। যেগুলো যারা কাক-পক্ষী তারা করে। আমরা কেন ভাইরাল হবো। এক সময় বাংলাদেশের ১ নম্বর হিরো ছিলাম। আমার চাওয়া পাওয়ার কিছু নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।